৮ দফা দাবি আদায়ে গজারিয়ায় হাসান রাবার ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের কর্মবিরতি

Spread the love
গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
আট দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় কর্ম বিরতি দিয়ে হাসান রাবার ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকরা।
খবর নিয়ে জানা যায়, সোমবার (৭ অক্টোবর) সকালে কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠানটির প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে প্রতিষ্ঠানটিতে কর্মরত ৫ শতাধিক শ্রমিক। বিকাল পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখেন তারা।
আন্দোলনরত শ্রমিক স্বপন মিয়া বলেন, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মক্ষেত্রের শ্রমিকদের নিরাপত্তা, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুদীপ্ত গোস্বামীর পদত্যাগ সহ ৮দফা দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। প্রয়োজন হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবেন তারা।
প্রতিষ্ঠানটিতে কর্মরত আরেক শ্রমিক ইসমাইল হোসেন, আমাদের দাবি দাওয়ার ব্যাপারে আমরা অসংখ্যবার আমাদের প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের জানিয়েছিলাম। আমাদের আশ্বাস দেওয়া ছাড়া তারা কিছুই করে নাই। বাধ্য হয়ে আজ আমরা পথে নেমেছি।
বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটিরর ব্যবস্থাপক (এডমিন) নাসির উদ্দিন বলেন, একটা ভুল বোঝাবুঝির কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষককে জানিয়েছি। তাদের পরামর্শ অনুযায়ী বিষয়টি নিয়ে আমাদের একটি মিটিং চলছে। মিটিং শেষ হওয়া মাত্রই শ্রমিকদের আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আমরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *