হোসাইন শাহরিয়ার:
ফতুল্লা থানাধীন এনায়েত নগর এলাকার ফাজিলপুর গ্রামের মো: আসলাম ও ছাবিহা বেগমের কন্যা লুবনা আক্তার (১৯) রোববার (৫মে) সকাল ৮.৩০ মিনিটে নিখোঁজ হয়েছে। ১৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। এই মর্মে ফতুল্লা থানায় লুবনার বোন শিমু আক্তার মঙ্গলবার (৭ মে) একটি সাধারণ ডায়েরী করেছেন যার নং ৫৫৫। মেয়েটির খোঁজ পেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।