মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিরাজদীখান উপজেলার নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৯৬ টি কেন্দ্রের ৬৫৮টি কক্ষে ভোটাররা ভোট গ্রহন করা হয়। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৪ জন। নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদীখানে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন । চেয়ারম্যান পদে আওলাদ হোসেন মৃধা আনারস মার্কা ৪৬১৯০ ভোট পেয়ে বেসকারী ভাবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি মোটর সাইকেল মার্কা মঈনুল হাসান পান ৪২০১৮ ভোট দ্বিতীয় হন । ভাইস চেয়ারম্যান পদে মীর মোশারফ হোসেন সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা আক্তার তুহিন বেসকারী ভাবে নির্বাচিত হন।