শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরের নানা আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম খান একুলের উদ্যোগে কামারগাঁও আইডিয়াল স্কুল মাঠে গত রবিবার সকালে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা পরিষদের সদস্য এম মাহবুবুল্লাহ কিসমত, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিতুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিসাত শিকদার প্রমুখ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ।