শ্রীনগরে মসজিদ কমিটির পদ থেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ দাবীতে মানববন্ধন

Spread the love
শ্রীনগর প্রতিনিধি
শ্রীনগরে মসজিদ কমিটির মােতাওয়াল্লীর পদ থেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ দাবীতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার পূর্ব নাগরভাগ গ্রামবাসী এই কর্মসূচির আয়াজন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, পূর্ব নাগরভাগ জামে মসজিদের জমিদাতা কয়েকজন। কিন্তু সেখানে জমিদাতা হিসাবে প্রায় ৩৫ বছর আগে মােতাওয়াল্লীর পদ নেন মৃত হাজী আব্দুল মালেকের ছেলে আজিজুর রহমান বাদল। এনিয়ে প্রায় ১০ বছর আগে ঝামেলা তৈরি হয়। প্রায় ৭ বছর আগে সমাজের লােকজন মিলে সভা ডাকে। সেখানে তাকে পদ ছাড়ার কথা বলা হলেও তিনি কুকুটিয়া ইউনিয়ন  আওয়ামী লীগের উপদেষ্টা হওয়ায় প্রভাব খাটিয়ে কারাে কথায় কর্ণপাত করেননি। তিনি আওয়ামী লীগের নেতা হওয়ায় ক্ষমতার জােরে মসজিদের প্রায় ৪ শতাংশ জমি দখল করে নেয়। মসজিদের দাতা সদস্যদের উপস্থিতিতে মসজিদের নামে ওয়াকফাকৃত জায়গা পরিমাপ করে আজিজুর রহমান বাদলকে দখলকৃত জায়গা ছেড়ে দিতে বলার পরে তিনি  জায়গা না ছেড়ে মসজিদের জায়গা থেকে মাটি কেটে নিয়ে নিজের বাড়ি ভরাট করেছে। মানববন্ধনকারীরা আওয়ামী নেতার ক্ষমতার প্রভাব থেকে রক্ষা পেতে ও তাকে মােতওয়াল্লী পদ থেকে অপসারণের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মােঃ চঞ্চল, জমিদাতা হাজী সিদ্দিকুর রহমান, হারেজ শেখ, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে রফিকুল ইসলাম, দেলােয়ার হােসেন, আব্দুল হালিম, আব্দুস সালামসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *