শ্রীনগরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু ও গলায় ফাঁস আত্মহত্যা ২

Spread the love

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজের ৬ ঘণ্টা পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। অপর দিকে পৃথক স্থান থেকে দুই যুবকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মত্তগ্রাম এলাকায় আব্দুর রহিম দেয়ান (৫৫) নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহ করতে আড়িয়ল বিলে গিয়ে নিখোঁজ হয়।

এর ৬ ঘণ্টা পর আব্দুর রহিম দেয়ানের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে।

একই দিন দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ব্রোজের পাড়া এলাকায় রানা আহমেদের (২৫) গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। রানার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। সে ব্রোজের পাড়ার রোমান শেখের বাড়ির ভাড়াটিয়া।

এর আগের দিন সন্ধ্যায় পাটাভোগ ইউনিয়নের কামার খোলা এলাকা থেকে দিপু কাজীর (২৪) ফাঁসি দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। দিপু কাজী ওই এলাকার দ্বীন ইসলাম কাজীর ছেলে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াসিন মুন্সী জানান, তিনটি লাশই ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *