শ্রীনগরে কিসমত, এ্যাডভোকেট কামারুল ও সুমি জয়ী

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত। তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুনকে ৭৫৯১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এম মাহবুব উল্লাহ কিসমত দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫৭,২৩১ ভোট, মসিউর রহমান মামুন কাপ পিরিচ প্রতিকে পেয়েছেন ৪৯,৬৪০ ভোট। এই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু আনারস প্রতিকে পেয়েছেন ১০,২৫৯ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট কামরুল হাসান ৬০২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কামরুজ্জামান মৃধাকে। এ্যাডভোকেট কামরুল হাসান টিউবওয়েল প্রতিকে পেয়েছেন ৩২,৬৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মৃধা পেয়েছেন ৩২,০৫৩ ভোট। এই পদে জাকির হোসেন উড়োজাহাজ প্রতিকে পেয়েছেন ১৮৪০১ ভোট, মাহবুব আলম বই প্রতিকে পেয়েছেন ১৪,৮১৭ ভোট, মাসুম মোল্লা মাইক প্রতিকে পেয়েছেন ১৩,০৩৬ ভোট, মোঃ ইকবাল হোসেন চশমা প্রতিকে পেয়েছেন ৪,২৩৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সামছুন নাহার সুমি। তিনি প্রজাপতি প্রতিকে পেয়েছেন ৩৭,৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজা বেগম কলস প্রতিকে পেয়েছেন ৩০,১৩৭ ভোট। এই পদে রেহানা বেগম হাঁস প্রতিকে পেয়েছেন ২৪,৮৫৪ ভোট, মর্জিনা বেগম ফুটবল প্রতিকে পেয়েছেন ২২,৯৩৪ ভোট।
শ্রীনগর উপজেলায় প্রায় ২ লাশ ৫৭ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪৬.৭৭ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শ্রীনগর উপজেলা সহকারী রিটার্নি অফিসার মোঃ ফখর উদ্দিন শিকদার এই ফলাফল ঘোষণা করেন।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *