শামসুল হুদা রুবেল
অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদরের কালীরচর গ্রামের অদুরে মেঘনা নদীতে কানা জহির ও কিবরিয়া মিজি নামে দু’দল ডাকাত গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন রিফাত (২৮) ও রাসেল ফকির (৩৩)। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলী (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদরের আধারা ইউনিয়নের কালীরচর গ্রামের অদুরে মেঘনা নদীতে দুই দল ডাকাত বাহিনীর লোকজনের মধ্যে গোলাগুলিতে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষান করেন।
মৃতের লোকজন ও এলাকাবাসী অভিযোগ করেন আধারা ইউনিয়ন ও বাংলাবাজার ইউনিয়নের ভয়ংকর নৌ-ডাকাত চক্র বাবলা,কিবরিয়া ও কানা জহির হলো এক ভয়াবহ আতংক। বাবলা ডাকাতের মৃত্যুর পরে মনে করা হয়েছিলো কিছুটা হলেও কালির চর,বাংলাবাজার, বকচর ও চর বানিয়ালসহ মেঘনা পয়েন্টে থামবে আতংক। কিন্তু তা আরো জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। সাধারণ মানুষ দিন দিন তাদের হাতে হয়ে পড়ছে জিম্মি। বালু মহলের কতৃত্ব নিয়ে ঝরতে থাকে রক্ত,নৌযানে বাড়ে ডাকাতি।মেঘনা বক্ষ্যে মাঝে মধ্যে ভাসতে দেখা যায় অজ্ঞাত লাশ।কিবরিয়া ও কানা জহির গংরা হয়ে উঠে বেপোরোয়া।
সাধারণ মানুষ এ থেকে পরিত্রাণের জন্যে প্রশাসনের নিকট আর্জি করেন গণমাধ্যমের নিকট।
এদিকে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন বলেন, গোলাাগুলিতে ২ জন নিহত হয়েছে। তবে ঘটনাটি চাঁদপুরের মোহনপুর এলাকার মেঘনা নদীতে। তাই আমরা বেশি কিছু বলতে পারবো না। তবে চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি আমার এলাকার মেঘনাবক্ষে ঘটেনি।