মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ এনেছেন শ্রীনগর বাঘরা গ্রামের আলিমুদ্দিনের ছেলে সফিকুল ইসলাম। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ধর্ষকের দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ ও নারীর অধিকার রক্ষা নিশ্চিত করণ বিষয়ে আবেদন করা হয়েছে।
উপ-সচিব সুমন সৌদি আরব দূতাবাসে দায়িত্বরত অবস্থায় সেফ হোমে বাংলাদেশী তরুনীকে ধর্ষণ করে। উপ-সচিব সুমনকে চাকুরীচ্যুত করা হলেও বিচারের আওতায় আনেনি প্রশাসন। ধর্ষণ মামলা রুজু করে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ, নারী অধিকার নিশ্চিত করণ এবং নারীর নিরাপত্তা রক্ষা করার জন্য প্রশাসনকে আদেশ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
সফিকুল ইসলাম তার আবেদনে লিখেছেন এই ধরনের ঘটনার বিচার প্রধানমন্ত্রী আদালতের মাধ্যমে জনসম্মুখে করেন তবে প্রধানমন্ত্রীর নিরপেক্ষতা বুঝতে পারবে জনগণ। তিনি আরো লিখেছেন যত অবৈধ সম্পদ অবৈধ টাকা যারা কুক্ষিগত করেছে এবং বিদেশে পাচার করেছে। এই সমস্ত অবৈধ সম্পদ ও অবৈধ টাকা জনগণের স্বার্থে খরচ করার আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করারও প্রার্থণা করেছেন। সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করলে জনগণ আপনার প্েক্ষ থাকবে।