মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ ইসলামি ফাউন্ডেশন জেলা কার্যলয়ের উদ্যোগে মুন্সীগঞ্জ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
শনিবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ে মডেল মসজিদ মিলনায়তনে মুন্সিগঞ্জ জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক নাজমুস সাকিবের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি, উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় পরিচালক মহিউদ্দিন আহম্মেদ , বিশেষ অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মুনতাসির মাহমুদ, , অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হুসাইন। পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা , অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু জাফর আলোচক হিসাবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাহবুবুর রহমান সালেহী, , , বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিল।