মুন্সীগঞ্জ প্রতিনিধি
শ্রীনগর থানার বাঘড়া ইউনিয়নের জুলেখা বেগম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজিরা দেওয়ার দিন তারিখ অনুযায়ী আসেন। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলামের কোর্ট আদালতে হাজিরাও দেন। কিন্তু মামলার নথি ম্যাজিষ্ট্রেট আদালতে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯জুলাই) সকাল ১১ঘটিকার সময় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে আদালতে। এই মর্মে মামলার বাদিনী সোমবার প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, বরাবর হস্তক্ষেপ কামনা চেয়ে আবেদন করেছেন।
বাদিনী জুলেখা বেগম (৪৫) জানান, মামলার ধার্য্য তারিখ থাকা সত্বেও কোর্টে মামলার নথি খুঁজে পাওয়া যায়নি। সিআর মামলা নং ১৫৬/২০২৩। মামলাটি করা হয়েছে ১৯ ডিসেম্বর ২০১০সালে শ্রীনগর থানায় অভিযোগ আকারে দেয়া হয় যার রিসিভ কপি আমার কাছে রয়েছে।
তিনি আরো জানান, এমন একটি গুরুত্বপূর্ণ ডাকাতি মামলা হওয়া সত্বেও শ্রীনগর থানায় গ্রহণ না করায় মামলার বাদিনী জুলেখা বেগম সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আবেদন করা হয় তা বিভিন্ন জাতীয় পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে এই মামলায় কুখ্যাত ডাকাত কেটু সালাম ওরফে সালাম, সবুজ, সজিব, সোহাগ, বিজয়কে আসামী করে ডাকাতি মামলা করা হয় ৫জুলাই ২০২৩সালে।
কুখ্যাত ডাকাত কেটু সালাম ওরফে সালাম ডাকাতকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন বাদিনী।
মামলার আইনজীবি জানান, মামলার নথি সকালে পায়নি বিকালে পাবে নথি গায়েব হয়নি।