মুন্সীগঞ্জে ৬শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডিসি

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুজাফর রিপন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সদর উপজেলায় দুঃস্থ্য, অসহায় ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মধ্যে ৬০০ প্যাকেট উপহার বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি মিনিকেট চাল, দুই কেজি পোলাওয়ের চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, এক কেজি ডাল ও এক কেজি চিনি রয়েছে।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বাণী ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উপহার দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করেছি। এ যাত্রার সব পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের জন্য সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে।’

উপহার বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফেরদৌস ওয়াহিদ, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিস আফিফা খান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *