মোঃ জিয়াউর রহমান জীবন:
আজ মঙ্গলবার সকাল ১১.০০টায় মুন্সীগঞ্জ পিটিআই এর হলরুমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ডিপিএড প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন।
মুন্সীগঞ্জ পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রশিক্ষণার্থী বিল্লাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারি সুপারিন্টেনডেন্ট মোঃ রিয়াজুল ইসলাম, জাহানারা খন্দকার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পিটিআই এর ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, কোহিনুর আল আমিন, গোলাম মিল্লাত, নুরুল হুদাসহ অন্যান্য ইন্সট্রাক্টরগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ তাজুল ইসলাম, গীতা থেকে পাঠ করেন অপরাজিতা সাহা, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জিয়াউর রহমান, আয়েশা আক্তার প্রমূখ।
প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন- আপনার আজ যে সনদপত্র নিচ্ছেন তা দেড় বছরের পরিশ্রমের ফল। অন্যান্য একাডেমিক সনদপত্রের মতো এই সার্টিফিকেটগুলোও যত্ন করে সংরক্ষণ করবেন কারণ আপনার পেশাগত জীবনে যেকোনো সময় কাজে লাগতে পারে।
তিনি আরো বলেন- আমরা বর্তমানে মধ্যম আয়ের দেশ এবং ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ এবং উন্নত দেশে পরিনত হবো, এজন্য আমাদের স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আর স্মার্ট সিটিজেন গড়ে তুলতে আপনারা শিক্ষকরাই অগ্রনী ভূমিকা পালন করতে পারেন।
সভাপতির বক্তব্যে পিটিআই সুপারিন্টেনডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন- দীর্ঘ ১৮ মাসের ডিপিএড প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা বিদ্যালয়ে সফলভাবে প্রয়োগ করে শিক্ষার্থীদের শিখন যোগ্যতা তৈরি করে শিক্ষার মানোন্নয়নে অবদান রাখতে হবে।
আপনারা তখনই সফল যখন এই প্রশিক্ষণ সফলভাবে আপনাদের নিজ নিজ বিদ্যালয়ে প্রয়োগ করবেন।