মাহাবুব আলম লিটন,মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জ জেলার শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ এবং ‘আমার স্কুল, আমার বাগান’ কার্যক্রমের মাধ্যমিক পর্যায়ের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিফাত ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিছ উজ্জামান আনিছ, সদর উপজেলা নির্বাহী অফিসার আফিফা খান ও বজ্রযোগিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।