আব্দুস সালাম, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মাসুম বিল্লা রাহাত (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ৫ দিন ধরে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছেনা। মাসুম বিল্লা রাহাত টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ জামিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসার হেদায়েতুন নাহু (৯ম শ্রেণীর শিক্ষার্থী)।শিক্ষার্থী মাসুম বিল্লা রাহাত ওই মাদ্রাসার হোষ্টেলে থেকে পড়াশুনা করছিলেন। গত ২৮ জুলাই সকাল ৭টার দিকে শিক্ষার্থী মাসুম বিল্লা রাহাত ওই মাদ্রাসা থেকে পাশ্ববর্তী কামারখাড়া ইউনিউনের ভিটি মালদা গ্রামের নিজ বাড়ি যাওয়ার কথা বলে বের হয়। কিন্তু ওই মাদ্রাসা শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠান (সেরাজাবাদ জামিয়া মাহমুদিয়া কওমি মাদ্রাসা) থেকে বের হয়ে এখনো পর্যন্ত বাড়িতে যায়নি। মাদ্রাসা থেকে থেকে বের হয়ে গত ৫দিন ধরে শিক্ষার্থী মাসুম বিল্লা রাহাত নিখোঁজ রয়েছে। শিক্ষার্থী মাসুম বিল্লা রাহাতকে তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজ করেও কোথাও পাওয়া যাচ্ছেনা। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। গায়ের রং ফর্শা,মুখমন্ডল গোলাকার,স্বাস্থ্য হালকা-পাতলা,ওজন অনুমানিক ৪৫ কেজি,তার পড়নে ছিলো সাদা রংয়ের পায়জামা ও পাঞ্জাবী। ওই মাদ্রাসা শিক্ষার্থীর পিতা মাওলানা রাশেদুল ইসলাম টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ভিটি মালদা নূরে মদিনা জামে মসজিদের ইমাম।
এ বিষয়ে গত ২/০৮/২০২৪ ইং তারিখে টঙ্গীবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।ডায়েরি নাম্বার- ৫৯। যদি কোনো স্বহৃদয় এবং মহৎ ব্যক্তি ওই মাদ্রাসা শিক্ষার্থী মাসুম বিল্লা রাহাতের সন্ধান বা খোঁজ পায় তাহলে মহান আল্লাহর মেহেরবাণীতে নীচের ঠিকানায় পৌছানোর আকুল আবেদন করা হলো। বিনীত মাওলানা রাশেদুল ইসলাম।