মুন্সীগঞ্জ প্রতিনিধি
ই-হক কোচিং সেন্টারের মুন্সীগঞ্জ শাখার পরিচালক রমজান হোসাইনের মেয়ে। মায়ের সাথে ফুফুর বিয়ের দাওয়াত দিতে যায় সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালিঞ্জিপাড়ায়। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় মেয়েটি নিখোঁজ হয়। নিহত শিশুটির নাম নুসাইবা (৫)। পিতা মাতার একমাত্র সন্তান। পরিবারটির সকল সদস্যের আর্তনাদে আকাশ বাতাশ ভারী হয়ে উঠছে। রাতেই জানাজা শেষে শিশুটির লাশ দাফন করা হয়েছে।
নিখোঁজ সংবাদটি বিভিন্ন ফেসবুক পেইজে দেয়া হয়। কালিঞ্জিপাড়ার আশ পাশ এলাকায় খোজাখুজি করেও পাওয়া যায়নি। রাত ১০টার সময় অর্ধ কিলোমিটার দূরে একটি পুকুরে তল্লাশি চালালে নুসাইবাকে পাওয়া যায়। তবে জীবিত নয় মৃত্যু অবস্থায়। পুকুর থেকে নুসাইবাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
নিহত শিশুর বাবা রমজান হোসাইন জানান, মেয়ের মায়ের পা ধরে জোর করেই মার সাথে যায় আমার বোনের দাওয়াত পত্র নিয়ে। সন্ধ্যায় নিখোঁজ হয় পরবর্তীতে রাত ১০টার সময় একটি পুকুর থেকে তল্লাশি করে লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানের লাশ পিতার কাঁধে এর চাইতে নিষ্ঠুর এবং ভারী কিছু পৃথিবীতে আর নাই। আল্লাহ যেন এর পরিবারের ধৈর্য ধারণ করার শক্তি দেন।