মুন্সীগঞ্জে খাবার হোটেলে তালা দিলো ইউপি চেয়ারম্যানের লোকজন, অত:পর পুলিশ গিয়ে ভাঙ্গলো তালা

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসারে একটি খাবার হোটেলে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করা হলে সাড়ে ৩ ঘন্টা পর পুলিশ তালা ভেঙ্গে হোটেল খুলে দিয়েছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার লোকজন পঞ্চসার চৌরাস্তা এলাকার আল-আমিন বুলবুলের মালিকানাধীন টিনসেট মার্কেটের সুরঞ্জন মন্ডলের খাবার হোটেলে তালা ঝুলিয়ে দেয়। এতে মার্কেটের ম্যানেজার মো. সিরাজুল ইসলাম ইউপি চেয়ারম্যানসহ ১০-১২ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দুপুর ২ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ওই খাবার হোটেলের তালা খুলে দেয়।

মার্কেটের মালিক আল-আমিন বুলবুল অভিযোগ করেন, শহর উপকন্ঠের পঞ্চসার চৌরাস্তায় ১০ শতাংশ জায়গা কিনে সেখানে টিনশেট মার্কেট নির্মাণ করেন তিনি। ওই মার্কেটের বেশ কয়েকটি দোকান তিনি ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। প্রায়শ: মার্কেটের মালিক দাবী করে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা তাকে হয়রানি করে আসছেন।

হোটেল ব্যবসায়ী সুরঞ্জন মন্ডল জানান, তিনি আল-আমিন বুলবুলের কাছ থেকে ২ বছরের জন্য দোকান ভাড়া নিয়ে খাবার হোটেল দেন। বুধবার সকালে ইউপি চেয়ারম্যানের পাঠানো ১০-১২ জনের একদল লোক হোটেলে এসে আসবাবপত্র ভাংচুর করে। পরে তাকে বের করে দিয়ে হোটেলে তালা ঝুলিয়ে দেয়।

সদর থানার এসআই মো. মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গিয়ে দোকানে তালা ঝুলতে দেখি। পরে আমরা তালা ভেঙ্গে ব্যবসায়ীকে হোটেল বুঝিয়ে দিয়েছি। এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল হলেও তিনি কল গ্রহন করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *