মুন্সীগঞ্জে কিরিস ও রামদা দিয়ে দুইহাত বুক ও পিঠে কুপিয়েছে সন্ত্রাসীরা

Spread the love

স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে রাত পোহালেই ঈদ-উল-আযহার নামাজ। ঈদের পূর্ব মুহুর্তে পূর্ব শত্রুতার জের ধরে স্বপন মেম্বারের নেতৃত্বে লিকছন (৩৮) কে হত্যার উদ্দেশ্যে কিরিস ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং সন্ত্রাসীরা। এমন অভিযোগ করেছে আহত লিকছন। ঘটনাটি ঘটেছে উত্তর কেওয়ার লাখু শেখের বাড়ির সামনে রোববার (১৬ জুন) বিকাল ৩টার সময়। গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা করে ভর্তি করেছেন। বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে লিকছন।

সালাউদ্দিন সরদার জানান, স্বপন মেম্বার হওয়ার পর থেকে আমাদের সাথে একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলছেন। কিশোর গ্যাং নেতা স্বপন মেম্বার। তার নেতৃত্বেই এলাকা অশান্ত হয়ে পড়েছে। কয়েকদিন পূর্বে গভীর রাতে পুলিশ নিয়েও সরদার বাড়িতে হামলা করে দুই ছেলেকে ভিডিও করার অপরাধে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্বপন মেম্বারের জন্য এলাকায় কেউ শান্তিতে বসবাস করতে পারছেন না।

আহত লিকছন জানান, বাড়ি থেকে ঈদের গরু ক্রয়ের জন্য বের হই। উত্তর কেওয়ার লাখু শেখের বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকেই ওৎ পেঁতে থাকা কিশোর গ্যাং নেতা স্বপন কাজীর নেতৃত্বে আরিফ কাজী (২৫), জিসান কাজী (২৩), আকাশ কাজী (২০), সজীব কাজী (২৪), মাহিম কাজী, সুজন কাজী (২৮) বাদল কাজী (৪৫) হামলা করে কিরিস ও রামদা দিয়ে আমার দুই হাতের কবজি, পিঠে ও বুকে কুপিয়ে জখম করে এবং আমার প্যান্টের পকেটে থাকা ১লাখ ৪০হাজার টাকা ছিনিয়ে নেয়।

এই হামলার ঘটনায় স্থানীয় মেম্বার স্বপন কাজী বলেন, আমি কোন কিশোর গ্যা পালি না। এটা সম্পূর্ণ মিথ্যা। ২০-২৫দিন পূর্বে আমার প্রবাসী ভাতিজা ফারুক কাজীকে (৪২) লিকছন সরদারে ভাই কুপিয়ে হাতের কবজি কেটে ফেলে পালিয়ে গেছে। ঐ শত্রুতার জের ধরেই ভাতিজা জিসান কাজির সাথে কিছু একটা হয়েছে। লিকছন আহত হয়েছে কিনা আমি জানি না।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *