মুন্সীগঞ্জের ১৫ গ্রামে আজ ঈদ-উল-আযহা উদযাপন

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের দুই উপজেলার ১৫ গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টার দিকে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উত্তরকান্দি জামে মসজিদের ইমাম মুফতি মঈনুল হক সেখানে ইমামতি করেন। সৌদি আরবের সাথে মিল রেখে চট্টগ্রামের জাহাঙ্গীর তরিকার অনুসারিরা ঈদ উদযাপন করেন।

উত্তরকান্দি জামে মসজিদের ইমাম বলেন, সৌদি আরবে শনিবার হজ হয়ে গেছে। তাই আজ আমরা ঈদ উদযাপন করছি। এরপর আমরা পশু কোরবানি করেছি। এ ছাড়া আমাদের এখানে অন্য মসজিদে ঈদের জামাত হয়েছে।

মুন্সীগঞ্জে ঈদ উদযাপন করা গ্রামগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলা আধারা ইউনিয়নের মিঝিকান্দি, কালিরচর, রাকেরকান্দি ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি, আনন্দপুর, আমঘাটা, সৈয়দপুরসহ কয়েকটি গ্রামে।

এদিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর এলাকার আলী ইসলাম মাদবরের বাড়ির ভবনের নিচতলায় সকাল ১০টার দিকে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে ইমামতি করেন দক্ষিণ বেতকা জামে মসজিদের ইমাম মুফতি সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *