মুন্সীগঞ্জের মাওয়াই পদ্মানদী পার করে দেবার কথা বলে নারী কে গণধর্ষণ আটক ৩ পলাতক ১

Spread the love

মোঃ রুবেল

মুন্সীগঞ্জ জেলা পুলিশ প্রেসব্রিফিংয়ে জানাযায় গত ১৭/০২/২০২৫ খ্রিষ্টাব্দে জনৈক নারী (২২) তার স্বামীসহ পদ্মা সেতু (উত্তর) থানায় হাজির হয়ে ০৪ জন যুবক কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছেন মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে, ঘটনার সত্যতা যাচাই করে মামলা রুজু করে এবং আসামী গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ মামলার এজাহারনামীয় আসামী মোঃ জামাল মোল্লা (২৩), পিতা-আবুল হোসেন মোল্লা, মাতা-মোসাঃ জগুনা বেগম, ঠিকানা: স্থায়ী সাং-কাওলীপাড়া (কাওলারচর), ইউপি-কাঁঠালবাড়ী, উপজেলা/থানা-শিবচর, জেলা-মাদারীপুর, বর্তমানে ভাগ্যকুলের সামনে বাশার চর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জকে গত ১৮/০২/২০২৫ খ্রিষ্টাব্দে রাত ২০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু (উত্তর) থানাধীন যশলদিয়া কবুতরখোলা পদ্মা নদীর পাড় হতে গ্রেফতার করে। পরবর্তীতে অপর দুই অভিযুক্ত ইয়ামিন মুন্সী (১৯), পিতা-সেকান্দর মুন্সী, মাতা-ঝর্ণা বেগম, স্থায়ী: গ্রাম-আহম্মদ মাঝির কান্দি, পোস্ট-রুপ বাবুর হাট, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, বর্তমানে ভাগ্যকুলের সামনে বাশার চর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ এবং জব্বার শেখ (১৮), পিতা-সৌরভ শেখ, মাতা-রোকসানা বেগম, সাং-হাওলাদার কান্দি, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, বর্তমানে ভাগ্যকুলের সামনে বাশার চর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জদ্বয়কে গত ১৯/০২/২০২৫ খ্রিষ্টাব্দে রাত ১৯.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু (উত্তর) থানাধীন যশলদিয়া কবুতরখোলা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম পুরাতন মাওয়া ফেরিঘাট থেকে তার স্বামীর বাড়ি উত্তর চর জানাজাত সাকিনস্থ জালাল উদ্দিন সরকার কান্দি যাওয়ার উদ্দেশ্যে ঘাটে নৌকার জন্য অপেক্ষা করাকালে অভিযুক্ত আবু বকর সিদ্দিক ও জামাল মোল্লা’দ্বয় ভিকটিমকে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রলারে উঠায়। পথিমধ্যে অপর দুই অভিযুক্ত ইয়ামিন মুন্সী (১৯) এবং জব্বার শেখ (১৮) ট্রলারে ওঠে। সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় নদীপথে নির্জনতার সুযোগে ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জনমানবহীন পদ্মা নদীর ডোমরাখালী চরে নিয়ে মোঃ জামাল মোল্লা (২৩), ইয়ামিন মুন্সী (১৯), জব্বার শেখ (১৮) ও আবু বকর সিদ্দিক (২২) ভিকটিমের পরিহিত কাপড় চোপড় খুলে জিও ব্যাগের বিছানা বিছিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। পরবর্তীতে অভিযুক্তগণ মাওয়া পুরাতন কোস্টগার্ড স্টেশনের পাশে ভিকটিমকে রাত আনুমানিক ০৯.০০ ঘটিকার সময় ট্রলার থেকে নামিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে দ্রুত চলে যায়। গ্রেফতারকৃত ০৩ (তিন) জন অভিযুক্তই বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। অভিযুক্ত মোঃ জামাল মোল্লা (২৩) এবং ইয়ামিন মুন্সী (১৯)’দ্বয়ের নিকট হতে ০২ টি স্মার্টফোন জব্দ করা হয় এবং পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক ল্যাবে প্রেরণ করা হয়। মামলার ঘটনায় ব্যবহৃত নৌকা এবং ধর্ষণের সময় চরে ঘাসের উপর বিছানো জিও ব্যাগের বিছানা জব্দ করা হয়। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হয় এবং ভিকটিমের ব্যবহৃত জামাকাপড় জব্দ করা হয়। মামলার তদন্ত কার্যক্রম ও পলাতক আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *