নিজস্ব সংবাদাতা
মুন্সিগঞ্জ সদর উপজেলাধীন পঞ্চসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড ডিঙ্গাভাঙ্গা বালুর মাঠ এলাকায় মোবাইল চুরি ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মোঃ শাহজালাল কেটু (২৮), পিতা-আব্দুল জব্বার, সাং-ডিঙ্গাভাঙ্গা (পশ্চিম পাড়া), ১৬-০৬-২০২৪ তারিখ গভীর চাঁদ রাতে ইরান মোল্লা (৩১), পিতা-বাদল মোল্লা, সাং-ডিঙ্গিভাঙ্গা (পূর্ব পাড়া) মারধর করে।এর সূত্র ধরে ১৭ই জুন ঈদের দিন রাত ৮: টার সময় ইরান মোল্লা পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর, চৌধুরী বাড়ি, জোড় পুকুর পাড় এবং দশকানি গ্রাম সহ বিভিন্ন গ্রাম থেকে কিশোর গ্যাং গ্রুপ সদস্যদের প্রায় ৫০ থেকে ৬০ জন দলবল নিয়ে এসে ডিঙ্গাভাঙ্গা শাহজালাল এর বাড়ির সামনে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এক পর্যায়ে মোঃ শাহজালাল তার অনুসারীদের নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে ইরান মোল্লা (৩১)সহ আগত লোকজনের উপর হামলা চালিয়ে ইরান মোল্লার হাতের আঙ্গুল এবং হাত কেটে ফেলে এবং হাতের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয়রা আহত ইরানকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এরপর খবর পেয়ে
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম, পিতা-সোবহান মোল্লা, সাং-গাবুয়া, গলাচিপা, পটুয়াখালী দেশের বাড়ি ব্যক্তিকে আটক করেন।
স্থানীয়রা জানান এই এলাকাটিতে প্রকাশ্যে মাদক ব্যবসা এবং জুয়া খেলা চলে আসছে বহু বছর ধরে এমন চলতে থাকলে এখানে বড় ধরনের মারামারি বা আইনশৃঙ্খলার অবনতি হতে পারে তাই প্রশাসনকে এখনি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ বলে মতামত প্রকাশ করেন সাধারণ মানুষ।