মুন্সিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির- মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলামিন ইসলাম।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আলামিন ইসলাম জানান, গতকাল বুধবার (৮ জানুয়ারি) জেলা শহরের সুপারমার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটি ঘোষণা হয়।
এসময় বিভিন্ন ইউনিটের উপস্থিত ৫৫ জন ভোটারের সম্মতিতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্য সম্পাদকদের নাম মনোনয়ন দেয়া হয়। পরে কেন্দ্রীয় শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের কাছ থেকে সম্মতি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম নোয়াখালি জেলার বাসিন্দা ও ঢাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসায় অধ্যায়নরত। সাধারণ সম্পাদক আলামিন ইসলাম সাতক্ষীরা জেলার বাসিন্দা ও সরকারি হরগঙ্গা কলেজ এবং ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যায়নরত।