মুন্সিগঞ্জে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে সিপিবি-উদীচীর দ্রোহ সমাবেশ

Spread the love

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মুন্সিগঞ্জে দ্রোহ সমাবেশ করেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। শনিবার বিকেল ৪টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় এসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রগতি লেখক ফোরামের সদস্য নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশনেয়।

বক্তরা বলেন, যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলো, যথাযথ সমাধানের বিপরীতে আন্দোলনে দমানোর জন্য ছাত্রী-জনতার উপর গণহত্যা চলছে। একাটি স্বাধীন রাষ্ট্রে যা কোন ভাবেই কাম্য না। কোন বিবেকবান মানুষও এরপক্ষ থাকতে পারে না।

হত্যায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বক্তরা আরো বলেন, আওয়ামীলীগ বিএনপি যারাই ক্ষমতায় এসেছে তারাই নিপীড়ন করেছে। তাই জোট মহাজোট নয় সমাজতান্ত্রিক দেশ গড়তে হবে। পরে তারা রবিবার থেকে মুন্সিগঞ্জে জেলায় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন ও অংশনেওয়ারও ঘোষণা দেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জের সভাপতি হামিদা খাতুন, সাবেক সভাপতি শ ম কামাল হোসাইন, প্রগতিশীল লেখ ফোরামের সভাপতি মুজিব রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *