সপ্তম শ্রেণির ছাত্রী
বরামা বালিকা দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর
মুক্তি
সায়মা আক্তার তাহিয়া
সপ্তম শ্রেণি, বরামা বালিকা দাখিল মাদ্রাসা
আজ মুক্তি মিললো আঁধার হতে
হাজারো প্রাণের বিনিময়ে,
মুক্তি মিললো মিথ্যার কবল থেকে
হাজারো শিক্ষার্থীর আত্মত্যাগে
আজ স্বপ্ন দেখছি মোরা
নতুন করে বাঁচার,
এ যেন এক মহান দিন
ছাত্র জনতার।
বুলেটের দিকে বুক পেতে দিল
হাজারো আবু সাইদ,
পানি দিতে গিয়ে হাজারো মুগ্ধ
গুলি খেয়ে হলো শহীদ।
আমরা তো শুধু চেয়েছিলাম অধিকার
ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু,
হলো হাজার হাজার।
বিফলে যায়নি শহীদের আত্মত্যাগ
হাজার মায়ের দোয়া,
শিক্ষার্থীরাই বয়ে এনেছে বিজয়
করেনি কাউকে পরোয়া।
ভুলবনা কভু মোরা
তোমাদের এ ঋণ,
স্মরণীয় হয়ে থাকবে তোমরা
ইতিহাসে চিরদিন।