বিদ্যানিকেতন হাই স্কুলের ৫শ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ।।

Spread the love

স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ভুঁইয়ারবাগ এলাকায় অবস্থিত বিদ্যানিকেতন হাই স্কুলের নিম্ন আয়ের ৫শ শিক্ষার্থীর মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার এবং রবিবার দুইদিন ব্যাপী ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন হাই স্কুল এবং ট্রাস্টের চেয়ারম্যান ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য শিক্ষানুরাগী কাসেম জামাল, এডভোকেট নবী হোসেন, আফজাল হোসেন পন্টি, কৃষ্ণধন সাহা, ফয়সাল আজিজ তুষার, মাহাবুবুর রহমান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাউর চাউল, চিনি, দুধ, সয়াবিন তেল, লবন, সুজি, সেমাই। বিদ্যানিকেতন ট্রাস্ট থেকে এ বছর ৫শ শিক্ষার্থীর জন্য প্রায় ৫লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছে। এর আগে গত তিন বছর বিদ্যানিকেতন ট্রাস্ট স্কুলের নিম্ন আয়ের শিক্ষার্থীদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *