বিএনপির নাম ভাংগিয়ে চাঁদাবাজ-দখলদারদের স্থান মুন্সীগঞ্জে হবে না: আবুল হাসেম

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
দেশে একটি অরাজক পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরি করার পাঁয়তারা চলছে বলে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাসেম বলেছেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের যাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ আসবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। যারা এগুলোতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনি ব্যবস্থাও নেয়া হবে। এমনকি বিএনপির নাম ভাংগিয়ে যারা চাঁদাবাজি করলে তাদের স্থান মুন্সীগঞ্জে হবে না।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম জেলায় চাঁদাবাজি বন্ধ এবং শান্তি বজায় রক্ষার্থে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে গণমাধ্যমের সাথে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশকে চাঁদাবাজ ও দখলমুক্ত করতে আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। যেকোনো কিছুর বিনিময়ে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। এতদিন জনগণের ওপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হয়নি পতিত সরকার। এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *