স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আল আমিন হাওলাদার বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।
উল্লেখ আল আমিন হাওলাদার মাদারীপুর জেলার বাসিন্দা এবং বর্তমানে মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর ও চরডুমুরিয়া ক্লাস্টারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। আরো জানা যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমাইয়া আক্তারকে বিয়ে করে তিনি এখন মুন্সীগঞ্জের জামাই।
মুন্সীগঞ্জ সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আল আমিন হাওলাদার বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সমাজকল্যান মূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক মোঃ জিয়াউর রহমান জীবনসহ আরো অনেক শিক্ষক শিক্ষিকা।