পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

Spread the love

মোঃ রুবেল

বাবার মৃত্যুর পর দুই সন্তান ফেলে মা চলে যান অন্যত্র। এর পর থেকেই দুই ভাই ইমামুল হক (৮) ও ছোট ভাই আবদুল্লাহ (৪) দাদা রাজু প্রামাণিকের বাড়িতে মানবেতর জীবন পার করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই দুই এতিম অসহায় শিশুর দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নির্দেশে ‘আমরা বিএনপির পরিবার’ এর পক্ষ থেকে শনিবার সকালে আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুরে দুই শিশুর হাতে তারেক রহমানের অনুদান তুলে দেওয়া হয়। প্রতিশ্রুতি দেওয়া হয় ধারাবাহিকভাবে তাদের মাসিক সাহায্য দেওয়ার।

জানা গেছে, চার বছর আগে সঞ্জয়পুরের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক শিশু ছেলে ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক মাস পর স্ত্রী দ্বিতীয় সন্তান প্রসব করে ওই দিনই তাদের ছেড়ে চলে যান। আর খোঁজখবর নেননি। অসহায় দুই শিশুর দায়িত্ব নেন দরিদ্র রাজু প্রামাণিক। বাড়ির পাশে ছোট একটা দোকান দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। তাদের এমন করুণ অবস্থার একটি ভিডিও তারেক রহমান দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খুঁজে বের করে আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা দেন।

অসহায় এই পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও এতিম দুই শিশুর জন্য আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এ ছাড়া মোবাইল ফোনে ঢাকা থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন অসহায় এই পরিবারের খোঁজখবর নেন।

সুত্রঃ সমকাল  প্রকাশ: ১৫ মার্চ ২০২৫ | ২০:২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *