অতিথি বিহীন একটি অনুষ্ঠানে সংস্থার কর্মকর্তারাই ১৩০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছে

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহরের পৌরসভার ৯নং ওয়ার্ডে যুবসমাজের উদ্যোগে পবিত্র রমজানের রহমতের সময়ে গরিব অসহায় ১৩০ পরিবারের মাঝে খাদ্য বিতরন করেন। ওয়ার্ডের নবাগত এই সম্প্রীতি সামাজিক উন্নয়ন সংস্থা গত রমজানেও অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছিল। আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

এই সংস্থাটির নতুন এক নিয়ম সৃষ্ট করে এলাকায় দারুন চমক দেখালেন সংস্থার উদ্দোক্তাগন। একই সাথে শিশু দিবস পালন করেন এই সংগঠনটি। গতকাল রোববার ১৭ই মার্চ ২০২৪ মুন্সীগঞ্জ মুন্সীরহাটে গরিব অসহায় দুস্থঃদের মাঝে চাল ,ডাল, তেল ও লবন দিয়ে ১৩০ টি পরিবারকে এক মাসের নূনতম খাদ্য সহয়তা করেন ।

এলাকায় জনসাধারনের প্রতি ভালোবাসার টানে এলাকার যুবসমাজ দীর্ঘ দুই বছর যাবৎ সম্প্রীতির জন্য কাজ করছে এই সংগঠনটি। এই সংগঠনের আয় বলতে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কিছু ব্যক্তি বিদেশ হতে অর্থ সহায়তার হাত বাড়িয়ে এবং দেশে থাকা সাদা মনের কিছু ব্যক্তিদের সহযোগিতায় অত্র এলাকার, গরিব বিভিন্ন রোগে আক্রান্ত পরিবারদের নগদ অর্থ দান গরিব ছাত্রদের লেখাপড়ার খরচ দেয়া, এতিম, গরিব মেয়েদের বিয়েতে নগদ অর্থ দিয়ে এলাকায় ভালো কাজের সারা যুগিয়েছেন। গতদুই বছরেই প্রায় অর্ধ কোটি টাকার উপরে সহয়তা দিয়ে মানুষের মনে হাসি ফুটাতে চেষ্ঠা করছে সংগঠনের সভাপতি ফয়সাল সরকার @ শাহ পরান এবং সাধারণ সম্পাদক মিলন বেপারী। যদিও এই সংগঠনের প্রধান দুজনই বিদেশে থাকেন, বিদেশ থেকেই মোবাইলে সংঘঠনের সদস্যদের সাথে যোগাযোগ করে প্রতি সপ্তাহে কোন না কোন গ্রামবাসির পাশে দাড়িয়ে সহায়তা দিয়ে আসছে। এই সংগঠনের মুন্সীগঞ্জ স্থায়ী ভাবে অবস্থান করে উপদেষ্ঠা হিসেবে কাজ করছে মুন্সীরহাটে ব্যবসায়ী মোঃ শওকত হোসেন ভান্ডারীসহ প্রায় শতাদিক ব্যক্তিবর্গ ।

এই ব্যতিক্রম উদ্দোগে সভাপ্রতি ফয়সাল সরকার মনের ভাব প্রকাশে এলাকার সকলের প্রতি সম্মান দেখিয়ে জানান, এক বস্তা চাল এটা বড় বিষয় নয় । সবার প্রতি সবার খোজ খবর রাখা জরুরী হয়ে পড়েছে। তিনি আরো বলেন রাসুলে পাক (সাঃ) এর হাদিস অনুস্বরন করলেই দেখবেন কেনো আপনারদের কাছে আসছি, আমি ভালে খাবো , ভালো থাকবো এমনটায় আবার বেহেস্তে যাবো তা নয় । যদি হজ্ব পালন করতে যাই তাও দেখতে হবে আমার চারপাশ্বের চল্লিশ বাড়ী ভালো আছে কি না ?? এই দেখাটাই ্মহান আল্লার শন্তুষ্টি।তি মিলবে । সর্বপরি সংগঠনের সকল সদস্য জন্যে দোয় প্রার্থনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *