Www.munshiganjcrime.com
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ, আশ্রয় কেন্দ্র সংলগ্ন ব্রীজের পাশে ৪০ বছর যাবত নান্নু শেখের ছেলে মোঃ আলী আহম্মেদ এই জমি লিজকৃত ভোগ দখল করে আসছিল।
একই মোঃ আলাউদ্দিন শেখ গং গত ১১ ফেব্রুয়ারী সকাল সারে ৯ টায় কিছু ভাড়া করা লোকজন নিয়ে আমার বাড়িতে আসে এবং আমার লিজকৃত জমি, তাদের জমি বলে বিবাদীর।
তিনি বলে সরকার তাদের দলিল করিয়া দিয়েছে। আমার স্ত্রী প্রতিবাদ করায় বিবাদীগন তাহাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আর হুমকি দিয়া বলে, বাড়ীতে বসবাস করিলে খাজনা দিতে হবে।অন্যথায় বাড়িঘর ভাঙচুর কোরিয়া আগুন লাগাইয়া দিব।
এব্যপারে আলী আহমেদ বলেন, নিজে বাদী হইয়া শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করি বিবাদীরা হলেন ১। মোঃ আলাউদ্দিন শেখ (৫৮) পিতা-মৃত গোপাল, ২। জুয়েল (৩৭) ৩। সুজন (৩২), উভয় পিতা মোঃ আলাউদ্দিন শেখ, ৪। ফখরুল চৌধুরী (৭০), পিতা- অজ্ঞাত, ৫,। বিল্লাল চৌধুরী (৪২), ৬।হেলাল (৩৮), ৭।মোসলেম মিস্ত্রি পিতা-। অজ্ঞাত।
১৮ মার্চ শনিবার সরেজমিনে গেলে স্থানীয় জনগন বলেন, এই মোঃ আলী আহম্মেদ ৪০ বছর যাবত লিজকৃত ভাবে ভোগ দখল করে আসছে।
এব্যারে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক বলেন, লিজকৃত জমি আবার নামজারী হয় কিভাবে।
শ্রীনগর থানার এসআই মাহমুদুল হাসান বলেন, দুই পক্ষেকে থানায় আসার জন্য বলা হয়েছে, সমাধানের জন্য।
Www.munshiganjcrime.com