১১ বছর পরে মুন্সীগঞ্জে হত্যা মামলার রায়॥ দুইজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Spread the love

হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের ১১ বছর পূর্বে রতনপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে ছাদেকুল ইসলামকে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ১২ নভেম্বর ২০১৩ সালে ছাদেকুল ইসলামকে হত্যা করা হয়। ৩০২(৩৪) দন্ডবিধিতে অপরাধ প্রমাণিত হওয়ায় নুর হোসেন চোকদার (৪৬), আনোয়ার হোসেন শেখ (৩৮) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালত-২ এর বিচারক খালেদা ইয়াসমিন উর্মী।
মঙ্গলবার (১১ জুন) প্রকাশ্যে আদালতে সাড়ে ১২টায় এই রায় প্রদান করেন। ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামীরা এখন পলাতক রয়েছে।

বাদী বিচারকের রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আদালতে একদিনও হাজিরা দেননি চার্জশীটভূক্ত আসামী জসিম (৪২)। আজকের রায়ে তিনিও বেকসুর খালাস পেয়েছেন। বাকী আসামী নুরুল আমিন চোকদার (৫০), মোহাম্মদ আলী চোকদার (৩৫), ইমান আলী বিশ্বাস (৩৫), নুর মোহাম্মদ চোরা (৩৫), মোহাম্মদ টিটু (৩৫), মোহাম্মদ হামিদ আলী (৬০)। এডভোকে মোক্তার হোসেন খোকন হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বাক্ষীদের দুর্বল স্বাক্ষী দেওয়ায় আসামীরা এই মামলায় খালাস পেয়েছে।

অপরদিকে দুইজন আসামীর যাবৎজীবন সশ্রম কারাদন্ড হলেও তাদের মধ্যে একজন নুর হোসেন চোকদার (৪৬) বিদেশে মারা যাওয়ার গুঞ্জন চলছে। হাদীস আলীকে ক্রোস ফায়ারে মৃত্যুবরণ করে।

বাদীনির দেবর হাসান শেখ এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১১বছর মামলাটি পরিচালনা করে আসছি। আসামীরা কোর্টে হাজিরা না দিয়েও মুক্তি পেয়েছে মো: জসিম উদ্দিন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১১বছর পূর্বে রতনপুর বাজারের দক্ষিণ দিকে মেইন সড়কেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ছাদেকুল ইসলাম।

হত্যা মামলার রায়ের কপি দেখে আপিল করবেন বলে এডভোকেট মুক্তার হোসেন খোকন সাংবাদিকদের জানিয়েছেন বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *