সিরাজদিখানে হাউজিং ব্যবসা নিয়ে ফের দুগ্রুপের সংঘর্ষ,বাড়ীঘর ভাঙচুর আহত ৮

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে এলাকায় ফের রণক্ষেত্র পরিণিত হয়েছে। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ভোর  সাড়ে ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কামিজুদ্দিন কামুর নেতৃত্বে প্রতিপক্ষের প্রায় ১০ টি বাড়ী ভাঙচুর করে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে ।
পুলিশ ও স্থানীয়রা  জানায় ,পুর্ব শত্রুতার জেরে ও  হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে এশিয়ান নিরাপদ  সিটির বাতেন হাজী  ও আল ইসলাম এর সাথে দক্ষিনা গ্রীস সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধে চলে আসছে । এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে । মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় দক্ষিনা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজন প্রতিপক্ষ আল ইসলাম,খালেক মিয়া,জব্বার মিয়া .মো.শাহ আলী ,দ্বীন ইসলামসহ প্রায় ১০ জনের ১৫ টি  বাড়ীঘর ভাংচুর   করে  এতে খালেক,আহসান,রাজ্জাক নামে ৩ জন টেটাবিদ্ধসহ  আহত হয়েছে ৮ জন । টেটাবিদ্ধ আহতদের  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকীরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,ভোর সাড়ে ৬টায় কামিজুদ্দিন গ্রুপের লোকজন প্রতিপক্ষের বাড়ী ঘরে হামলা চালায় । এতে বেশ কয়েকটি বাড়ী ভাঙচুর করেছে । বর্তমানে পরিস্থিতি শান্ত আছে । পুলিশ মোতায়েন আছে । আহতদের  ঘটনা এখনো সঠিক বলতে পারছিনা ।   হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে মূলত কয়েকদিন পর পর  এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •