সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মো.হাবিবুর রহমান মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত হাবিব মিয়ার মেয়ে, শ্যালক ও শাশুড়ি। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

রোববার সকাল ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া সার্ভিস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

হাবিবুর রহমান মিয়া সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান সুমন মিয়ার বড় ভাই এবং মরহুম এন্তাজ মিয়ার ছেলে।

হাসাড়া হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর শামীম আল-মামুন জানান, লোকমুখে যতটুকু জানতে পেরেছি যে, সকাল ৮টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মাওয়াগামী একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় প্রাভেটকারের যাত্রী হাবিবুর রহমান হাবিবসহ চারজন আহত হন। গুরুতর আহতকে হাবিবকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে ডা. তাকে মৃত ঘোষণা করেন । পিকআভ্যানটি পালিয়েযায় আর প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি ।

ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো: সুমন মিয়া বলেন, আমার বড় ভাই তার মেয়ে, শ্যালক ও শাশুড়িকে নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে পিকআপভ্যানের সাথে সংঘর্ষ ঘটলে ভাই গুরুতর আহত হলে তাকে ঢাকা ট্রমা হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ভাতিজি, ভাইয়ের শ্যালক ও শাশুড়ি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •