Www.munshiganjcrime.com
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শশুর বাড়ি থেকে সন্তানকে দেখে এসে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সোহাগ শেখ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।মঙ্গলবার ২১ মার্চ দিবাগত বেলা ১১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইছাপুরা গ্রামের রাজন মুন্সী বাড়িতে এই ঘটনা ঘটে। সোহাগ শেখ ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামের দুলাল শেখের ছেলে।
সে আবির শেখ নামে দেড় বছরের পুত্র সন্তানের পিতা।পেশায় পিকাপভ্যানে ড্রাইভার। গত আড়াই বছর পুর্বে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের ভাড়াটিয়া বাদশা মিয়া কন্যা আরজু বেগম কে বিয়ে করেন।
নিহতের পিতা দুলাল শেখ জানান আমার ছেলে সোহাগ শেখকে বাসায় একা রেখে আমরা সবাই গত ২০ মার্চ সোমবার সকালে আমার মেয়ের শশুর বাড়ি গোপালগঞ্জে বেড়াতে যাই।মঙ্গলবার ২১ মার্চ সকালে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি আমার ছেলে ফাঁস দিয়ে ঝুলে আছে।পরে আমরা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠায়।আরো জানান আমার ছেলে স্ত্রী আরজু বেগম ১ বছর পুর্বে ছেলের সাথে ছাড়াছাড়ি হয়।গত ২০ মার্চ আমার নাতী আবির শেখকে সোহাগ শেখে দেখতে তাকে তার শশুর বাড়ির লোকজন মারধোর করেছে বলে আমাকে ফোন করে জানান।
এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Www.munshiganjcrime.com