মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই স্কুলছাত্র। মুন্সীগঞ্জের সিরাজদীখানে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুলছাত্ররা হলো ছাতিয়ানতলী এলাকার আলাল উদ্দিনের ছেলে মাহবুব আলম নয়ন (১৬) ও একই এলাকার আবুল কালামের ছেলে ম. তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আর নয়ন শ্রীনগর উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তাঁরা সম্পর্কে দুই বন্ধু।
নিহত নয়নের নানা ম. শাহ আলম ফকির বলেন, ‘বুধবার বিকেলে দুই বন্ধু মটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তখন তুহিন মটরসাইকেল চালাচ্ছিল আর নয়ন মটরসাইকেলের পিছনে বসে ছিল। পরে আমরা খবর পাই মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। পরে দ্রæত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তাদের দুজনের কেউ বেঁচে নেই।’