সিরাজদিখানে ভুয়া এনএসআই আটক

Spread the love
আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো.মাহমুদুল হাসান নামে এক ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা  এনএসআই কে আটক করেছে পুলিশ। মঙ্গরবার ২৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুয়া এনএসআই মো.মাহমুদুল হাসান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক হিসেবে পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। পরবর্তীতে গোপন অনুসন্ধানের মাধ্যমে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সিরাজদিখান থানা পুলিশ তাকে আটক করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, প্রতারক ভুয়া এনএসআই আইডি কার্ডে নিজেকে মো.মাহমুদুল হাসান নাম পরিচয় বহন করলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সঠিক নাম মো. নাসির সর্দার,পিতা মৃত মমিন সর্দার।তার বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার উত্তরডিহি গ্রামে।
তিনি আরো বলেন,বর্তমানে আটককৃত প্রতারক সিরাজদিখান থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *