সিরাজদিখানে বিএনপির নেতার মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২৩ নেতা আসামী !! এলাকা ছাড়া যুব ও ছাত্রলীগ নেতারা

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানের অবশেষে বিএনপির নেতার মামলায় আওয়ামী যুবলীগও ছাত্রলীগের ২৩জন নতাকর্মীকে আসামী করে সিরাজদিখান খানায় মামলা করে এলাকা ছাড়া করে দিয়েছে পুলিশ দিয়ে। গত ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম বাষিকী পালন উপলক্ষে দুই গ্রুপের মধ্যে সূঘর্ষে ৪জন আহত হয়। সেই মারা মারিতে আহতদের দিয়ে থানায় মামলা করে থানা বিএনপি”র নেতা অহিদুল বেপারী মঞ্জু। এর নেপথ্যে কাজ করছে উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুল হাসান নাহিদ। অভিযোগ উঠছে সিরাজদিখান পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।

বাদী অহিদুল বেপারী মঞ্জু জেলা যুবদলের নেতা এবং বিএনপির একজন প্রভাবশালী নেতার পিএস। সরকারের কোন এক পক্ষ নিয়ে একের পর এক আওয়ামীলীগকে কোন ঠাসা করার সুযোগ পেলো থানা পুলিশের সহয়তায়।

নিমতলায় শাহাবুদ্দিন প্লাজার ঘটনায় আওয়ামী লীগের দুই গুরুপের মারা মারিতে সিরাজদিখান থানর মামলা নং ২০, তারিখ ১৭/০৩/২০২৩। অনেক দিন পরে একজন বিএনপির সক্রিয় নেতা থানায় মামলা করায় আওয়ামীলীগের মাঝে মিস্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছে বিএনপির নেতা কর্মিরা আওয়ামীলীগের ভিতরে ঢুকে সরকার দলীয় লোকদের মাঝে বিভেদ তৈরী করছে। এমন অভিযোগ আওয়ামী রাজনীতিতে আসা মূলদলের নেতাদের। সিরাজদিখান উপজেলায় বিএনপির নেতার মাধ্যমে আওয়ামীলীগের বিরুদ্ধে মামলা হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

আগামী কালকে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে বিভিন্ন পদ পদবি প্রত্যাশীরাই ক্ষমতার শক্তি প্রদর্শণ করছেন এভাবেই। সবচেয়ে এগিয়ে রয়েছেন মাঈনুল হাসান নাহিদ। এমন কি স্থানিয় আওয়ামীলীগের মাঝে চলছে বিএনপি নেতাদের নিয়ে আরেক নতুন কাজ, প্রতিপক্ষকে এলাকা ছাড়ার মিশন। থানা পুলিশ নেতা কেউ মুখ খোলছে না হঠাৎ বিএনপির নেতার বাদী হয়ে মামলার বিষয়ে।

এ বিষয় থানা বিএনপি নেতা আব্দুল্লা বলেন আওয়ামীলীগের দুই গুরুবের সাথোই মারা মারি হইছে । অহিদুল আমাদের দলের লোক , তবে সে বাদী হইছে কি না আমি জানি না।

মামলার বাদী অহিদ বেপারী মঞ্জু বলেন , আমার ভালো লাগে বিএনপি করি আর আমার ভাই যুবলীগকে ভালো বাসে তাই সে মঈনুন ভাইয়ের সাথে থেকেছে, আমার ভাই শহিদুল ইসলাম (৩৫) সহ আরো কয়েকজনকে মাঈনুল ভায়ের অফিসের সামনেই মারধর করে আসামীরা। মামলা করতে হবে আমি নিজের ভাইয়ের জন্যে মামলা করেছি। অহিদ বেপারীকে বলা হয় আপনি বিএনপির সাথে দল করে কোন মামলায় আসামী হয়েছেন কি না ?এমন প্রশ্নের উত্তরে বলেন না, তবে তার ভাই আওয়ামীলীগে আছেন সেই সুবাদে মামলাতে পড়েন নাই। আরেক প্রশ্নের উত্তরে বলেন ইতিপূর্বে গায়েবী মামলাতে থানা পুলিশ করে , এটা খুবই ঘৃণিত কাজ, এখন মামলা হয় , এই বিষয় গোপোনিয় ব্যপার। তিনি আরো বলেন মাটির ব্যবসা করছি এলাকায় কিছু মন্দ লোকের কারনে বাধার মুখেও থাকতে হয় হয় বলেও জানান বিএনপি নেতা অহিদ বেপারী মঞ্জু ।

এ বিষয় ইছাপুরা কে বি ডিগ্রী কলেজের সাবেক সভাপতি কাউছার বলেন, অহিদ বেপারী মঞ্জু জেলাযুবদলের নেতা এর চেয়ে বেশী কিছু বলা যাবে না। আমাদের দলের মারা মারিতে বিএনপির জেলা নেতা কি করে মামলার বাদী হয় যুবলীগ ছাত্রলীগকে দৌঁড়ের উপর রেখেছে।

এ বিষয় সিরাজদিখান আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিনকে একাদিক ফোন দিলেও ফোন রিসিপ করেননি।

এস আই সাদ্দাম বলেন ঘটনার দিন ঘটনার দিন আমিও অণ্য পুলিশের সাথে ঘটনা স্থলে যাই। এই মামমলার আয়ু এস আই মিঠুন কে দেয়া হয়েছে ।

এ বিষয় এস আই মিঠুন বলেন এটা কোন আওয়ামীলীগ বিএনপির বিষয় না, মারা মারি হয়েছে মামলা তদন্ত চলছে, কে কোন দলের তা বিষয় নয়। যখন বলা হয় আসামী তো যুবলীগ আর ছাত্র লীগের নেতারা? এমন কথার উত্তরে মামলার তদন্তকারী অফিসার এস আই মিঠুন বলেন আমি মোটর সাইকেলে আছি পরে কখা বলছি বলে ফোন রেখে দেয় ।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •