আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আন্তজেলা ঢাকার চক্রের ৬ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র সহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।আসামীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে।
শুক্রবার ২০ জানুয়ারী দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সিরাজদিখান থানা মহোদয় এর দিক নির্দেশনায় এসআই মোঃ ফকরুল হাসান ফারুক সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজদিখান থানাধীন নিমতলা আন্ডারপাসের পশ্চিম পাশের নিমতলা হইতে শ্রীনগর গামী সার্ভিস রোডের উপর ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাজন ইসলাম ধলু (২৩)পিতা-মৃত আঃ রহমান , সাং-মুন্সীবাগ পূর্ব কদমতলী পাকার মাথায়, উপজেলা/থানা- কদমতলী, জেলা -ঢাকা, মোঃ ইব্রাহিম (২৩), পিতা-নুরুল ইসলাম @ ডালিম, গ্রাম-মেরাজনগর এইচ ইউসুফ মেমোরিয়াল হাই স্কুল সংলগ্ন) , উপজেলা/থানা- কদমতলী, জেলা -ঢাকা,রাকিবুল হাসান রাকিব @ ইমরান(২১), পিতা-মৃত আনারুল, স্থায়ী: (মোহাম্মদবাগ হেনো লাক্স গলি, নান্নু চিশতীর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কদমতলী, জেলা -ঢাকা, নাইম(২২), পিতা-আব্দুল মজিদ, গ্রাম- মোহাম্মদবাগ হেনো লাক্স গলির, সফির বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কদমতলী, জেলা -ঢাকা, শাওন (২০), পিতা-মতি মিয়া, সাং-কদমতলী বাজার সংলগ্ন, জনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), উপজেলা/থানা- কদমতলী, জেলা -ঢাকা, মোঃ ইমন হোসেন (১৬), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন মানিক,সাং-মোহাম্মদবাগ সাত তলার সামনে, উপজেলা/থানা- কদমতলী, জেলা -ঢাকা।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা দেয়ীয় অস্ত্রসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।