আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.এনামুল হোসেন (২০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও ইজিবাইকের দুুই যাত্রী।
মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের প্রথমে সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড মুশফিকুর রহমান রাজীব জানান, স্থানীয়রা চারজন রোগী নিয়ে আসে। একজন এখানে আসার আগেই মারা যায় বাকি আহত তিনজনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়।
সিরাজদিিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ এখনো স্বাস্থ্য কমপ্লেক্সে আছে পুলিশ পাঠিয়েছি, নিহতের স্বজনরা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।