টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সারের ডিলারের তথ্য গোপন করে মনোনয়ন পত্র দাখিল করে বৈধ প্রার্থী হয়েছেন সরকারিভাবে নিয়োগকৃত সারের ডিলার আহসানুল কবির হালদার। মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় সমালোচনার ঝড় উঠছে মুন্সীগঞ্জে। দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের উপ নির্বাচনে শুক্রবার (৫ জুলাই) ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এই বাছাই অনুষ্ঠিত হয়। এতে আ: কাইউম হালাদার, আ: মান্নান খান ও কামরুল হাসান হালদারের মনোনয়ন বাতিল করা হয়। অপরদিকে শামীম মোল্লা, বিথী আরিফ, এ কে এম আহসানুল কবির হালদার সহ পাঁচ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়।
কিন্তু বিপত্তি ঘটে আহসানুল কবির হালদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় পরে। কারণ তিনি দিঘিরপাড় ইউনিয়নে সরকারের কৃষি বিভাগের সারের ডিলার। সারের ডিলার হলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে পারেন না। কিন্তু তিনি মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
কবির হালদারের সারের ডিলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টংগীবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আহসানুল কবির হালদারের মনোনয়নপত্র বাতিল করা বা অবৈধ ঘোষণা করার জন্য কোন তথ্য উপাত্ত নেই। যথাযথ নিয়মে সে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। যেহেতে বিষয়টি বিচারাধীন। তাকে আদালত এখনো দন্ড দেয়নি তাই তাকে অবৈধ ঘোষণা করার নিয়ম নেই। অপর এক বক্তব্যে বলেন, মনোনয়পত্র বাছাইয়ের সময় বা আগে কেউ জানায়নি যে আহসানুল কবির হালদারের নামে সরকারী ডিলারের লাইসেন্স আছে। আমি সে বিষয়ে জানিনা। এখন এ বিষয়ে যদি কেউ আপিল করেন তাহলে উদ্দতন যা মনে করেন তাই করবেন।