সম্পত্তির জেরে আপন চাচা কে হত্যা মামলায়, ভাতিজার কারাদন্ড

Spread the love

মোঃ রুবেল

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খ্রিষ্টান পল্লীতে সম্পত্তির বিরোধের জেরে ভাতিজার বন্দুকের গুলিতে আমেরিকান প্রবাসী আপন চাচাকে হত্যার ঘটনার মামলায় ভাতিজা গেনেট রোজারিও (৫০) কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

আদালতের বেঞ্চ সহকারি মোহাম্মদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল সোমবার দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

আসামী গেনেট রোজারিও (৫০) সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামের মৃত বারেন রোজারিওর ছেলে। নিহত মাইকেল রোজারিও একই গ্রামের মৃত ফালু রোজারিওর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় ২০২১ সালের ১১ জুন দিবাগত রাতে গেনেট রোজারিও তার ঘরে থাকা বন্দুক দিয়ে আমেরিকান প্রবাসী তার আপন চাচা মাইকেল রোজারিওর ঘরের জানালা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে। এসময় গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘরের দরজা ভেঙ্গে মাইকেল রোজারিওকে বের করে ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মাইকেল রোজারিওকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাইকেল রোজারিওর শ্যালিকা সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের মিলন রোজারিওর স্ত্রী মল্লিকা রোজারিও বাদী হয়ে সিরাজদিখান থানায় গেনেট রোজারিওকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও  বন্দুক দিয়ে মাইকেল রোজারিওকে হত্যা করায় সিরাজদিখান থানার এসআই আবুল কাশেম বাদী হয়ে ঘটনার পরের দিন একই থানায় অপর একটি অস্ত্র মামলা করেন।

এ ঘটনায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত উভয় মামলায় আসামি গেনেট রোজারিওকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ অপর অস্ত্র মামলায় একই আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, রায়ে আমরা রাস্ট্র পক্ষ সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *