সুমন ইসলাম::
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ এক যুগ পরে আজ শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১০টার দিকে শহরের মাঠপাড়া এলাকায় বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে সদর উপজেলা আওয়ামীলীগের কমিটির সভাপতি আফসার উদ্দিন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক শামসুল কবির মাষ্টারকে পুনরায় নির্বাচিত করা হয়।
এদিকে সম্মেলন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মো: মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
বিশেষ অতিথি আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হীরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
সম্মেলনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আফসার উদ্দিন ভূইঁয়া।