সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করায় প্রাণনাশের হুমকি মুন্সীগঞ্জে ৩ জেলেকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা!

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুমন ইসলাম:
মুন্সীগঞ্জের চরাঞ্চলের বাংলাবাজার এলাকায় পদ্মা নদীতে সন্ত্রাসীরা ৩ মাছ ধারার জেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতরা হলেন জেলে নূরে আলম (২২) মো: শাহীন সিকদার (২৪) মো: আরিফ সিকদার  (২৬)।

বুধবার (১৬ আগষ্ট) দুপুরের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বানিয়ালের কাইজারচর পদ্মা নদীতে মাছ শিকারের সময় সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ওই ৩ জেলেকে আহত করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মো: শাহীন সিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে অপর দুইজন জেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এ ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হলে ওই সন্ত্রাসীরা আহত জেলের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার সকালের দিকে বাংলাবাজার চর বানিয়ালের কাইজারচর পদ্মা নদীতে মাছ শিকারের জন্য যায় স্থানীয় ৩ জেলে নূরে আলম, মো: শাহীন সিকদার ও মো: আরিফ সিকদার। এদিন বেলা দশটার দিকে একই এলাকার সন্ত্রাসী ইয়ারসুল,জানসো সরদার, সবুজ মাঝি, কবির মাঝি, দাদন মাঝি, রাসেল মাঝি ও ফয়সাল মাঝিসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসীরা গ্রæপ পৃর্ব শত্রæতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে ৩ জেলে নূরে আলম, মো: শাহীন সিকদার ও মো: আরিফ সিকদারকে গুরুত্বর আহত করা হয়।
ওই সময় জেলেদের আর্তচিৎকার শুনে আশ পাশের লোকজন গিয়ে আহত অবস্থায় ৩ জেলেকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় জেলে শাহিন সিকদারকে  ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী মো: খোরশেদ আলম জানান,ওরা ৩ ভাই। এদিন তারা মাছ শিকারের জন্য পদ্মা নদীতে গেলে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে ৩ ভাইকে মারতে মারতে মাঝ নদীতে নিয়ে যায়।তাদের ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে নদীতে ফেলে দেয়। তাদের মাছ ধরার নৌকাও ডুবিয়ে দেয় সন্ত্রাসীরা। পরে আমরা কয়েকজন মিলে আহতদের উদ্ধার করি।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আহত ৩ জেলের বাবা মো: সোলেমান সিকদার এ বিষয়ে বলেন,আমরা গরীব মানুষ। নদীতে মাছ শিকার করে জীবন যাপন করি। পৃর্ব শত্রæতার বশত স্থানীয় সন্ত্রাসী ইয়ারসুল, দাদান মাঝি, রাসেল মাঝি গং আমাদের ৩ ছেলেকে হত্যার উদ্দ্যেশে দা, ছুরি ও লোহার রড দিয়ে মারধর করে আমার ৩ ছেলেকে নদীতে ফেলে দেয়।পরে আমার  ছোট ভাই কাদির সিকদার ও খোরশেদ আলমসহ কয়েকজন গিয়ে তাদের নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করে।

মো: সোলেমান সিকদার আরো বলেন, এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে সন্ত্রাসীরা আমাদের প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিচ্ছে।আমরা গরীব মানুষ, আমার ছেলেদের হত্যার উদ্দ্যেশে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় নদীতে ফেলে দিয়েছে তারা। আল্লাহ! আমার ছেলেদের জীবন বাঁচিয়েছেন। আমি আইনের কাছে এ ঘটনার বিচার চাই।

এদিকে মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা লিটু গাজী (সাব-ইন্সপেক্টর)  পদ্মা নদীতে ৩ জেলেকে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তিনি বলেন,সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •