Www.munshiganjcrime.com
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ
শ্রীনগরের বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২ জন্য নিহত ও ৩ জন্য আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকা দোহার সড়কের শ্রীনগর উপজেলার মাসুরগাঁও বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় রাত সাড়ে ১০ টার দিকে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ৫ জন গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহতরা হল শ্রীনগর সদর বাজার লঞ্চঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইয়াসিন (২২ ) ও বাবুর দিঘীর পাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সায়মন হোসেন (২০)। আহতরা হল উপজেলার ফুলকুচি গ্রামের মোঃ রাতুল (২৫), মোহাম্মদ ফারদিন (১৮) ও কয় কীর্তন গ্রামের জয় (২০)।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, বেপরো গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Www.munshiganjcrime.com