শ্রীনগরে সরকারি রাস্তার উপর গোয়াল ঘর নির্মাণের অভিযোগ উঠেছে

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্যে কামারগাঁও গ্রামের মৃতঃ আব্দু খাঁর ছেলে ইদ্রিস খাঁ,কুদ্দুস খাঁ অবৈধ ভাবে সরকারি রাস্তা উপর গোয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। সরেজমিনে গেলে জানা যায় যে, এই গোয়াল ঘরটি কামারগাঁও মৌজার, ১নং খাস খতিয়ানের দাগনং ৩৭৪৭, শ্রেনী হালট,পরিমান ০.২২।

স্থানীয়রা জানান, এই গোয়াল থেকে প্রতিনিয়ত দুগ্ধ ছড়ানো কারণে পায়ে হেঁটেও এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না।এমনকি আশেপাশের মানুষের এর দুগ্ধে বসবাস করতে খুবই কষ্ট হচ্ছে।

ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ২/৩ বার সরকারি রাস্তা উপর থেকে গোয়াল সরানো জন্য বলা হলেও আজও পর্যন্ত গোয়াল ঘরটি সরাইনি।

শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুবকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আইনগত ব্যবস্হা নিচ্ছি।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •