Www.munshiganjcrime.com
শ্রীনগর (মুন্সিগঞ্জ ) ঃ প্রতিনিধি শ্রীনগরে মূর্তি ভাঙ্গার অভিযোগে মোঃ শামীম (২৬) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দেউলভোগ গ্রামের মৃত আব্দুস সাত্তার পুত্র। শ্রীনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক জানান গত বুধবার রাতে উপজেলার দেউলভোগ গ্রামে অবস্থিত শ্রী সার্বজনীন কালি মন্দিরে ঢুকে দুষ্কৃতকারী একটি মূর্তি ভাঙচুর করে। সংবাদ পেয়ে সকালে পুলিশ এসে সিসিটিভির ফুটেজ দেখে আসামি সনাক্ত করে। বৃহস্পতিবার সকাল ১০ টায় অভিযুক্ত মোঃশামিম কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামীমের পরিবার জানায় সে কয়েক মাস ধরে মানুষিক রোগে ভুগছিল। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন মূর্তি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের পর মুন্সিগঞ্জ কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
Www.munshiganjcrime.com