Www.munshiganjcrime.com
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রেহেনা আক্তার (৪০) নামক এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার সকালে শ্রীনগর থানার পুলিশ উপজেলার পশ্চিম বাঘড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। মৃত রেহেনা আক্তার পশ্চিম বাঘড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আবুল হোসেনের স্ত্রী। সে তিন সন্তানের জননী। এলাকাবাসী জানায়, সোমবার ভোরে রেহনা আক্তারের মরদেহটি স্বামীর বাড়ির নিজ ঘরের সামনে একটি বড়ই গাছের ডালে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Www.munshiganjcrime.com