শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেত থেকে আবুল কালাম শেখ (৬০) নামক এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮ দিকে উপজেলা মত্তগ্রামের কবরস্থানের পাশে নির্জন একটি ধানক্ষেত থেকে শ্রীনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মৃত আবুল কালাম শেখের বাড়ি শ্রীনগর উপজেলা শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ১০-১২ দিন আগে একই গ্রামের আবু শিকদারের সাথে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আবুল কালামের ঝগড়া হয়। এরপর আবুল শিকদার লোকজন নিয়ে আবুল হোসেনকে বেদম প্রহার করে। এ ঘটনাটি মীমাংসার জন্য এলাকায় শালীশ বৈঠকের প্রস্তুতি চলছিল। গত মঙ্গলবার বিকেলে আবুল হোসেন ধান খেত দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে তার পরিবার লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। সকালে স্থানীয় লোকজন তার লাশ নির্জন ধান খেতে দেখতে পেয়ে শ্রীনগর থানায় খবর দেয়। শ্রীনগর থানা ইন্সপেক্টর তদন্ত ওয়াহিদ পারভেজ জানান, লাজ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।