শ্রীনগরে দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন!

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৩ ৩ মার্চ ১৪ টি জেলার ১৪টি উপজেলায় এক যোগে কম্পিউটার এন্ড নেটওয়ারকিং বিষয়ের ২মাস ব্যাপী কোর্সের শুভ উদ্ধোধন করেন মহাপরিচালক (গ্রেড-১) যুব উন্নয়ন অধিদফতর ডঃ গাজী মোঃ সাইফুজ্জামান। শ্রীনগর যুব উন্নয়ন ও উপজেলা প্রশাসন ভার্চুয়ালি একযোগে থেকে সরাসরি অনুষ্ঠানে অংশ গ্রহন করে। শ্রীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান ভ্যানে এ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন সভাপতিত্বে বক্তব্য রাখেন, এম এ আখের, শেখ মো: নাছির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফজরুল ইসলাম, প্রমূখ। পরে ভ্রাম্যমান ভ্যানে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *