শৃংখলা ভঙ্গের দায়ে যে কোন সময় বহিস্কার আদেশ আসতে পারে বিএনপির প্রার্থী শেখ মোঃ সেলিমের বিরুদ্ধে!

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এদিকে দেশে বিদেশে নানা সমস্যায় আছে অন্য দিকে দেশের দ্রব্যমল্যের উর্ধ্বগতি, মিছিল মিটিং এ সংসদের বাহিরে থেকে জনগনের কথা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের প্রায় ৩০/৩২টি দল নিয়ে গত দুই মাস পূর্বে সরকারকে বিভাগীয় মিটিংএ হুংকার দিয়ে টনক নাড়ালো দলের বড় বড় নেতারা। জাতীয়তাবাদী দলের মোর্চার সকলের এক উক্তি এ সরকারের অধিনে কোন নির্বচন নয়, এমন হুংকারে সরকারী দলকে আরো মনোবলে কিছুটা হলেও শক্তি সঞ্চয় আর মঞ্চ কাপানোর উৎসাহ বাড়াতে কাজ করছে বিএনপিরই একটি অংশ। যাদের কারনে দল, দেশ , এবং সাধারণ জনগনের মহা ক্ষতির মাঝে পড়তে হচ্ছে। মঞ্চ কাপানো ভুলিতে একের পর এক শৃংখলা ভঙ্গ করে যাচ্ছেন তৃণমুল বিএনপির কিছু নেতারা। তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে কেন্দ্রীয় সংগঠন। যে কোন সময় বহিস্কারাদেশ আসতে পারে টংগীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়নের নির্বাচনে বিএনপির পদে থেকে দলকে না জানিয়ে নির্বাচনে অংশ নেয়া মো: সেলিম শেখের বিরুদ্ধে। তৃণমূল নেতাদের এহেন কর্মকান্ডকে ধিক্কার জানিয়েছেন জেলার উর্ধ্বতন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত হবে ১৩ মার্চ ২০২৩ মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী ১০নং পাঁচগাঁও ইউনিয়নের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতা মো: সেলিম শেখ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছে। তার নির্বাচনী মার্কা ঘোড়া। বিএনপি বললো এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় সেখানে একজন ইউনিয়ন পর্যায়ের নেতা কিভাবে চেয়ারম্যানের নির্বাচন করে সেটা ভাবিয়ে তুলছে টংগীবাড়ির পাঁচগ্রা ইউনিয়নের সাধারণ মানুষকে।

এ বিষয় চেয়ারম্যন প্রার্থী শেখ মোঃ সেলিম বলেন, থানা , জেলার নেতারাও জানের আমি নির্বাচন করতেছি আমি এই ইউনিয়নের জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি। তবে কারোর কাছে কোন সহয়তা নেয়া ঠিক হবে না এ সময়ে। আমার সাথে আমার আত্বীয় স্বজন আর কিছু আওয়ামী নেতাকর্মিরা আছে, তাদের নিয়েই নির্বাচনী প্রাচারণার কাজ করছি। আল্লাহর রহমতে ঘোড়া মার্কা নিয়ে জয়লাভ করবো। তার কাছে জানতে চাওয়া হয় আপনি কি করে বুঝলেন এই সময়ে আপনি জয়লাভ করবেন ? শেখ মোঃ সেলিম বলেন ভোট দিতে পারলে এই এলাকার লোকজন আমাকেই ভোট দিবেন, আমি সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার ইউনিয়ন পরিষদের নিজস্ব ভুমি দিয়েছি। কোন কেন্দ্র আপনার সংশয় আছে কি না জানতে চাইলে তিনি এক সময় বলেন সরকারের চাওয়ার কাছে তো আমার চাওয়ার কোন মূল্য থাকবে না । সব কেদ্রই ঝুকিপুর্ন , বলতে আর দ্বিধা করলেন না বিএনপির প্রার্থী শেখ মোঃ সেলিম ।

নাম প্রকাশ অনিচ্ছিক অনেকেই বলেন এই নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের অংশ গ্রহণ করা মানেই সরকারকে বৈধতা দেওয়া। যেখানে এই নির্বাচন নিয়ে একের পর এক হত্যা, গুম খুন , আর বৈদেশিক হস্তক্ষেপ সেখানে তৃণমূল বিএনপির কিছু নেতারা ভুল কাজের মাধ্যমে দলের আন্দোলন কে নষ্ট করে দিচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন পাঁচ গাও ইউনিয়নের সিদ্ধেশ্বরী বাজারের আশপাশের সাধারণ মানুষ।

এ বিষয় মুন্সীগঞ্জ জেলার কৃতি সন্তান , সাবেক ভিপি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভাইসপ্রেসিডেন্ট রফিকুল ইসলাম মাসুম বলেন বর্তমান সরকারের পাতানো নির্বাচনে কোন মতেই যাওয়া ঠিক নয়, এটা দলের হাইকমান্ড এর সিদ্ধান্ত। এই নির্বাচন নিয়েই আমাদের আন্দোলন সংগ্রাম। পাতানো নির্বাচন অংশগ্রহনের দায়ে প্রাথীকে দল হতে বহিস্কার করা সময়ের ব্যাপার মাত্র । আমরা জনগনের জন্যে আন্দোলন সংগ্রাম করছি সচ্ছ নিরেপেক্ষ সরকারের অধিনে নির্বচন করার জন্যে আমাদের লড়াই ।

এ বিষয় জেলার অন্যতম প্ররিশ্রমী নেতা সাবেক জেলার সফল সাধারন সম্পাদক ও বর্তমান থানা আহবায়ক আলী আজগর রিপন মল্লিক ফোন আলাপে বলেন এ সরকারের অধিনে নির্ববাচন মানেই সরকারকে বৈধতা দেয়া । জাতীর সাথে ওয়াদা করে আমরা মাঠে আছি , স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে যাওয়া দলের শৃংখলা ভঙ্গের দায়ে যে কোন সময় বহিস্কার আদেশ কেন্দ্র হতে আসতে পারে । আমার দায়িত্ব কেন্দ্রকে এ বিষয় জানানো, জানিয়েছি , কেন্দ্র যেটা ভালো মনে করবেন তাই হবে জানিয়েছেন দৈনিক খবরপত্র প্রতিনিধিকে।

শেখ মো: সেলিম বিএনপির পদে থেকে ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলীয় সিদ্ধান্তের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, দল জানে না। না জানিয়েই নির্বাচন করছি। জানিয়ে নির্বাচন করলে পদ থেকে বহি:স্কার করে দিবে। তাই বিষয়টি জানাননি বলে তিনি জানান।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •